রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি 

দেশে গাছ কমে যাওয়ায় আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া, তীব্র দাবদাহ ও একের পর এক ঘূর্ণিঝড়সহ পরিবেশগত নানা বিপর্যয়ে ভুগছে বাংলাদেশ। 

সেই বিপর্যয় মোকাবিলায় গাছের বিকল্প নেই, তাই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত একটি করে গাছ লাগান স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পুরা ডিসি উচ্চ বিদ্যালয় এক হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে স্কুল ম্যানেজিং কমিটি।

তারই ধারাবাহিকতায় শনিবার (৮ জুন) বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ কর্মসূচি শুরু করেছে।  এতে ফালজ, বনজ ও ওষধি গাছের চারাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। 

এতে পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সাবিত বিন শহীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির সাবেক সভাপতি শিল্পপতি মো. শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম শেখসহ  ছাত্র/ছাত্রীরা। 

টিএইচ